আর্কাইভ থেকে ফুটবল

ইউরোর গোল্ডেন বুট পেলেও সেরা একাদশে নেই রোনালদো

শেষ হয়েছে ইউরো। সেরা একাদশ ঘোষণা করেছে উয়েফা। কিন্তু জায়গা হয়নি টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ী ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদোর। মূলত পর্তুগাল শেষ ষোলোতেই বাদ পড়াতেই এমনটা হয়েছে। তবে স্থান পাননি টুর্নামেন্টের সেরা গোলরক্ষক জর্ডান পিকফোর্ডও।
 
তবে চ্যাম্পিয়ন ইতালির পাঁচ ফুটবলার রয়েছেন সেরা একাদশে। এরা হলেন, গোলরক্ষক জিয়ানলুইজি দোনারোমা, লিওনার্দো বোনুচ্চি, লিওনার্দো স্পিনাৎজোলা, জর্জিনহো ও ফেদেরিকো কিয়েজা। 

রানার্সআপ ইংল্যান্ডের আছেন তিনজন। দুই জন ডিফেন্ডার কাইল ওয়াকার ও হ্যারি ম্যাগুয়ার, আর স্ট্রাইকিং-এ রাহিম স্টার্লিং। বাকিরা হলেন ডেনমার্কের পিয়েরে এমিল হইবিয়া, স্পেনের পেদ্রি ও বেলজিয়ামের রোমেলু লুকাকু।

ইউরো ২০২০ একাদশ

গোলকিপার: জিয়ানলুইজি দোন্নারুমা (ইতালি)।

ডিফেন্ডার: কাইল ওয়াকার (ইংল্যান্ড), লিওনার্দো বোনুচ্চি (ইতালি), হ্যারি ম্যাগুয়ার (ইংল্যান্ড) ও লিওনার্দো স্পিনাৎসোলা (ইতালি)।

মিডফিল্ডার: পিয়ের-এমিল হইবিয়া (ডেনমার্ক), পেদ্রি (স্পেন) ও জর্জিনিও (ইতালি)।

ফরোয়ার্ড: ফেদেরিক কিয়েসা (ইতালি), রোমেলু লুকাকু (বেলজিয়াম) ও রাহিম স্টার্লিং (ইংল্যান্ড)।

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন