আর্কাইভ থেকে ফুটবল

ইকুয়েডরকে হারিয়ে ফাইনাল পর্ব শুরু ব্রাজিলের

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে বড় জয়ে ফাইনাল রাউন্ড শুরু করেছে ব্রাজিলের যুবারা। ইকুয়েডরের বিপক্ষে ৩-১ গোলে বড় ব্যবধানে ম্যাচ জিতেছে নেইমারের উত্তরসূরিরা।

বুধবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টায় কলম্বিয়ার মাঠ এস্তাদিও এল ক্যাম্পেইনে অনুষ্ঠিত হয় ম্যাচটি। গ্রুপ পর্বের মতো ফাইনাল রাউন্ডেও দুর্দান্ত খেলেছেন দলের স্ট্রাইকার ভিক্টর রোকু। জোড়া গোল করেছেন তিনি। ম্যাচের ১৪ মিনিটের মাথায় প্রথম গোল করেন রোকু। এরপর ২৮ মিনিটে দলকে এগিয়ে নেন ২-০ গোলে। এরপর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন অ্যাথলেটিকো পারানেনসে খেলা ১৭ বছর বয়সী এই তরুণ ব্রজিলিয়ান।

ম্যাচের ৭৬ মিনিটে ইকুয়েডর হয়ে সেবিস্তিয়ান গঞ্জালেস এক গোল শোধ করে শেষটায় ম্যাচ জমিয়ে তোলার আভাস দেয়। কিন্তু ৮১ মিনিটের মাথায় সদ্য চেলসিতে যোগ দেওয়া মিডফিল্ডার সান্তোস গোল করে ওই শঙ্কা উড়িয়ে দেন এবং দলকে বড় জয় এনে দেন। যুবা দলের হয়ে সাত ম্যাচে ৪ গোল করেছেন নতুন কাসেমিরো খ্যাত এই মিডফিল্ডার।

অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ছয় দল উঠেছে ফাইনাল রাউন্ডে। যেখানে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন