ডিভোর্স চেয়েছেন দানি আলভেজের স্ত্রী
যৌন হয়রানির অভিযোগে বর্তমানে পুলিশের হেফাজতে আছেন ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ। ইতোমধ্যেই তার জেলে যাবার কারণে মেক্সিকান ক্লাব পুমাস চুক্তি বাতিল করেছে। কারাবন্দি থাকা অবস্থায় এবার পেলেন আরও বড় দুঃসংবাদ। ধর্ষণের অভিযোগের ঘটনার পর আলভেজের স্ত্রী জোয়ানা স্যাঞ্জ ডিভোর্স চাচ্ছেন তার কাছ থেকে।
আলভেজ গ্রেপ্তার হওয়ার পর হতাশ হয়েছিলেন তার স্ত্রী। তার স্বামী এমন কাজ করতে পারে সেটি প্রথমে বিশ্বাস করতে পারেননি স্প্যানিশ এই মডেল। পারস্পরিক সমঝোতার মাধ্যমে ডিভোর্স চেয়েছেন আলভেজের স্ত্রী। তিনি বলছেন মূলত বিশ্বাসঘাতকতার কারণেই নিচ্ছেন এমন সিদ্ধান্ত।
এর আগে আলভেজের স্ত্রী স্যাঞ্জ এক বক্তব্যে বলেছিলেন, তার স্বামী যৌন হয়রানির মতো কাজ করতে পারে না। এরপর কিছু সংবাদমাধ্যম দাবি করেছে, এমন কথার পর আলভেজের স্ত্রী ভুগেছেন অনুশোচনায়।
আরও পড়ুনঃ সব রেকর্ড ভেঙ্গে দিলেন আর্জেন্টাইন তারকা
উল্লেখ্য, যৌন হয়রানির অভিযোগে শুক্রবার (২০ জানুয়ারি) গ্রেপ্তার করা হয় বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার দানি আলভেজকে। স্পেনের কাতালোনিয়া থেকে তাকে আটক করে পুলিশ। গেল বছরের ৩০ ডিসেম্বর আলভেজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন এক নারী। সেই নারীর অভিযোগ আলভেজ তার অনুমতি ছাড়া শরীরে হাত দেয়। তার ভিত্তিতেই ব্রাজিলের এ তারকা ফুটবলারকে গ্রেপ্তার করে পুলিশ।