আর্কাইভ থেকে জাতীয়

বিশ্বের ১৬৮ দেশে জনশক্তি রপ্তানি করছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পূর্ব ইউরোপ ও পূর্ব এশিয়ার দেশগুলোকে শ্রমজাবাজারের নতুন লক্ষ্যে পরিণত করতে হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক শ্রম বাজারের ওপর নির্ভরতা কমিয়ে আনতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবারের (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেছেন শেখ হাসিনা।

তিনি আরও বলেন, বিশ্বের ১৬৮টি দেশে জনশক্তি রপ্তানি করছে বাংলাদেশ।

সংসদ অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব, যা টেবিলে উপস্থাপিত হয়। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদের ভাষণের ওপর আলোচনা করেন সংসদ সদস্যরা।

তারা (সদস্যরা) বলেন, দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করছে বিএনপি ও জামায়াত। দেশের উন্নয়নের ধারাকেও বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে।

সংসদ সদস্যরা আরও বলেন, সব চক্রান্ত মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ আওয়ামী লীগ সরকার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে।

এএম

এ সম্পর্কিত আরও পড়ুন