আর্কাইভ থেকে ক্রিকেট

যে কারণে হাথুরেকে ফিরিয়ে এনেছে বিসিবি!

রাসেল ডমিঙ্গোর বিদায়ের পর বেশ কিছুদিন হেড কোচ বিহীন ছিল টাইগাররা। এরপর গতোকাল মঙ্গলবার সাকিব-তামিমদের হেড কোচ হিসেবে চন্ডিকা হাথুরেসিংহকে আবার নিয়োগ দেয় বিসিবি।

এর আগে ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝপথে কোচের দায়িত্ব ছেড়ে দেন এই শ্রীলংকান।সিরিজ চলাকালে হুট করে পদত্যাগ করা কোচকে আবার কেন ফিরিয়ে আনা হল, সে বিষয়ে গণমাধ্যমে কথা বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন অভিজ্ঞতা একটা বড় কারণ। আরেকটা কারণ কোন কোচ একটানা কাজ করতে চায় না। কিন্তু এসব নিয়ে হাথুরের কোন সমস্যা নেই।

 

বিসিবি সভাপতি বলেন, ‘অনেক কারণে নিয়েছি। আগের অভিজ্ঞতা একটা। আরেকটা হচ্ছে উচু ধরনের বা মাঝারি ধরনের যদি আমরা কাউকে চাই, ওদের সমস্যা হচ্ছে তারা একটানা থাকবে না। ওরা দিনের হিসাব করে, ১৫০ দিন , ২০০ দিন। ২০০ দিনের বেশি থাকবেই না।’

আরও পড়ুনঃ সব রেকর্ড ভেঙ্গে দিলেন আর্জেন্টাইন তারকা

পাপন আরও বলেন, ‘এছাড়া করে (কোচরা)  বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করে । ওই সময় ছুটি দিতে হবে। কিন্তু ওই সময় ছুটি দিলাম, তখন যদি ন্যাশনাল দলের খেলা থাকে, তখন কী হবে! এসব কিছুতে হাথুরুসিংহের কোনো সমস্যা নেই। ও যেটা ধরে সেটাতেই থাকে। এটা একটা বিরাট সুবিধা।’

আরও পরুনঃ বাংলাদেশে আসতে চাচ্ছে না ইংলিশ ক্রিকেটাররা

এ সম্পর্কিত আরও পড়ুন