আর্কাইভ থেকে ক্রিকেট

ক্রিকেটের তিন ফরম্যাটেই শতরান হাঁকালেন শুভমন

টেস্ট এবং ওয়ান্ডে ক্রিকেটে শতরান হাঁকিয়েছেন শুভমন গিল। এ বার টি-টুয়েন্টি ক্রিকেটে শতরান করলেন তরুণ এই ভারতীয় ওপেনার। তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে এটি ষষ্ঠ শতরান। এর আগে টেস্টে একটি এবং ওয়ান্ডে ক্রিকেটে চারটি শতরান ছিল গিলের। দ্বিশত রানও আছে তার।

সিরিজ নির্ধারণের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে  মাঠে নেমেছিল ভারত। আজ বুধবার টচ জিতে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে তোলে ভারত। যদিও ১ রান করেই ফিরে যান আরেক ওপেনার ইশান কিশান। এরপর ব্যাটে ঝড় তোলেন গিল। ৬৩ বল খেলে ১২ টি চার ও ৭ টি ছক্কার সাহায্যে করেন ১২৬ রানে অপরাজিত থাকেন তিনি। তার এই ঝড়ের সুবাদে নির্ধারিত ২০ ওভার শেষে ২৩৪ রানের পাহাড় গড়ে ভারত।

জবাবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাট করছে নিউজিল্যান্ড।

উল্লেখ্য, ভারতীয় দলে ২০১৯ সালে অভিষেক হয় শুভমনের। পাঞ্জাবে জন্ম নেওয়া ২৩ বছরের এই ভারতীয় তারকা আইপিএলে কলকাতা নাইট রাইডার্স এবং গুজরাত টাইটান্সের হয়ে খেলেছেন। গত বছর গুজরাতের হয়ে আইপিএল জিতেছেন তিনি। আমদাবাদের মাঠেই ফাইনাল জিতেছিলেন গিল। সেই মাঠে খেলতে নেমে এ বার শতরান ছুঁয়ে ফেললেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন