আর্কাইভ থেকে বাংলাদেশ

টোকিও অলিম্পিক থেকে নাম সরিয়ে নিলেন ফেদেরার

সর্বোচ্চ ২০ টি গ্রান্ডস্লাম জয়ী টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে দেখা যাবে না টোকিও অলিম্পিকে। দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৯ বছর বয়সী এই সুইস তারকা। এর ফলে নাদাল-ফেদেরার বিহীন টেনিস প্রতিযোগিতার সাক্ষী হতে যাচ্ছে টোকিও অলিম্পিক।

এর আগে রাফায়েল নাদাল অলিম্পিকের পুরুষ একক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন। টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন কিংবদন্তি নারী টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। তবে ফেদেরার নাম প্রত্যাহারের কারন ফিটনেস। বিশ্ব র‍্যাংকিংয়ে বর্তমানে নয়ে থাকা ফেদেররের হাঁটুতে ২০২০ সালে তিনটি অস্ত্রোপচার হয়েছে। কোর্টের বাইরে ছিলেন বছরের পুরোটাই। পছন্দের টুর্নামেন্ট উইম্বলডনে ফিরলেও বাদ পড়েছেন বাজেভাবে। উইম্বলডনের যে ঘাসের কোর্টে কখনো ৬-০ গেমে সেট হারেননি, সেটাই ঘটেছে এবার। ফের তাঁকে ঘাসের কোর্টে দেখা যাবে কিনা তাই নিয়েও রয়েছে সংশয়। 

যে হাঁটুর চোট থেকে সেরে উঠতে বিরতি নিয়েছিলেন, সেই চোটই ফের মাথাচড়া দিয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের নাম প্রত্যাহারের বিষয়টি জানিয়ে এই টেনিস কিংবদন্তি লেখেন, ‘ঘাসের কোর্টের মৌসুম চলার সময়েই আমি হাঁটুর চোটে আক্রান্ত হই। আমি মেনে নিয়েছি, আমাকে টোকিও অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়াতেই হবে। আমি খুবই হতাশ। কারণ, নিজের দেশের প্রতিনিধিত্ব যতবার করেছি, প্রতিবার তৃপ্তি পেয়েছি অনেক।’

এর মাঝেই সেরে উঠতে কাজ শুরু করে দিয়েছেন ফেদেরার। আশাবাদী সামনের গ্রীষ্মেই মাঠে ফেরার। তিনি আরও লেখেন, ‘আমি এর মধ্যেই চোটের পুনর্বাসন শুরু করে দিয়েছি। আশা করব, সামনের গ্রীষ্মেই আবার কোর্টে ফিরতে পারব। গোটা সুইস দলকে আমার শুভকামনা। আমি দূর থেকে তাঁদের সমর্থন করে যাব।’

এস

এ সম্পর্কিত আরও পড়ুন