২০২৪ অলিম্পিক বয়কট করতে পারে ৪০টি দেশ!
আগামী বছর গ্রীষ্মকালীন অলিম্পিকের ৩৩তম আসর বসতে যাচ্ছে ফ্রান্সের প্যারিসে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আসন্ন অলিম্পিককে নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন জটিলতা।
ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের ২০২৪ অলিম্পিকে অংশ নিতে অনুমোদন দেওয়ার পরিকল্পনা যৌথভাবে প্রত্যাখ্যান করেছিল পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া।
সংবাদ মাধ্যম বিবিসি’র তথ্য মতে, আসন্ন অলিম্পিকে রাশিয়া ও বেলারুশকে খেলার সুযোগ দেওয়া হলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ কমপক্ষে ৪০টি দেশ প্যারিস অলিম্পিক বয়কট করবে বলে জানিয়েছেন পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোর্নিজুক।
বৃহস্পতিবার কামিল বোর্নিজুক জানিয়েছেন, ‘যদি অলিম্পিক গেমস বয়কট করতে হয়, তাহলে সেই জোটের অংশ হব আমরা। আর জোটগত বয়কট হলে অলিম্পিকের আয়োজন গুরুত্বহীন হয়ে পড়বে।’