আর্কাইভ থেকে দেশজুড়ে

ওসমানী বিমানবন্দর বন্ধের ৩ ঘণ্টা পর যাত্রীসেবা স্বাভাবিক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ থাকার তিন ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এর আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি বিমান যাত্রী নিয়ে উড্ডয়নের আগে চাকা ফেটে রানওয়ে বন্ধ ছিলো।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে উড্ডয়ন করেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০৮)।

বিমানবন্দর সূত্রে জানা যায়, এ ঘটনার পর প্রায় আড়াই ঘণ্টা বিমানের ফ্লাইট বন্ধ থাকার পরে বিকেল ৩টা ৪২ মিনিটে রানওয়ে ক্লিয়ার হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, দুপুর ১টার দিকে সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ বিমানের বিজি-৬০২ নম্বরের ফ্লাইটটি ১৪৮ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমানটি রানওয়েতে গেলে উড্ডয়ন করার ১ হাজার মিটারের মধ্যে বিমানের চাকা ফেটে যায়। তাৎক্ষণিক বিমানটি ঘুরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।

তিনি জানান, এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররা বিমানটি মেরামতের চেষ্টা করে যাচ্ছেন। যদিও এখনো এটি বিমানবন্দরেই আছে। সবুজ সংকেত পেলে বিমানটি আবারও তার নির্দিষ্ট গন্তব্যে রওয়ানা হবে। এখন সিডিউল অনুযায়ী অন্য বিমানগুলো ছেড়ে যাচ্ছে। বিকেল ৪টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০৮ ফ্লাইটের উড্ডয়নের পর কার্যত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা স্বাভাবিক রয়েছে। আর দুর্ঘটনার কবলে আটকেপড়া যাত্রীদের বিভিন্ন ফ্লাইটে করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

এএম

এ সম্পর্কিত আরও পড়ুন