জয় দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে সূচনা বাংলাদেশের মেয়েদের
সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। ঘরের মাঠে নেপালের মেয়েদের ৩-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশের মেয়েরা।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুরে মুখোমুখি হয় দুই দল। ম্যাচ শুরুর মাত্র ৩ মিনিটে মাথায় বাংলাদেশকে এগিয়ে নেন আকলিমা খাতুন। রিপার অ্যাসিস্টে স্বাগতিকদের এগিয়ে নেন আকলিমা। ম্যাচের ১৩ মিনিটের মাথায় প্রথম গোল করা আকলিমার অ্যাসিস্টে থেকে গোল করেন দলের অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
ম্যাচের ২৪ মিনিটের মাথায় কর্নার কিক থেকে গোল পরিশোধ করে নেপাল। এক গোল হজম করে প্রথমার্ধে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ৯০ মিনিট পর্যন্ত ছিল গোল শূন্য। কিন্তু ইনজুরি সময়ে এসে গোল পায় বাংলাদেশ। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে শাহেদা আক্তার রিপা গোল করলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশের মেয়েরা।