টস জিতে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শনিবার দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস জিতে ব্যাট করছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলের একবারে তলানীতে। সাত দলের মধ্যে তারা সপ্তম। অন্যদিকে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তারাও খেলেছে ৯টি ম্যাচ।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: শুভাগত হোম, আফিফ হোসেন ধ্রুব, কার্টিস ক্যাম্ফার, উসমান খান, মেহেদি মারুফ, খাওয়াজা নাফে, জিয়াউর রহমান, ডারউইস রাসুলি, মৃত্যুঞ্জয় চৌধুরি, মেহেদি হাসান রানা, নিহাদ উজ জামান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ইমরুল কায়েস, মোহাম্মদ রিজওয়ান, সৈকত আলী, মোসাদ্দেক হোসেন সৈকত, জাকের আলী অনিক, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান আলী, আবরার আহমেদ এবং জনসন চার্লস।