কুমিল্লার বিপক্ষে মাঝারি পূঁজি চট্টগ্রামের
বাংলাদেশ প্রিমিয়ার লিগে দিনের প্রথম খেলায় মুখোমুখি হয়েছে চট্টগ্রাম বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্লে অফ খেলার আশা আগেই শেষ হয়ে যাওয়া চট্টগ্রাম টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করেছে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় চট্টগ্রাম। খালি হাতে ফিরে যাব মেহেদী মারুফ। এরপর আবারও দলীয় ৬ রানের মাথায় আউট হয়ে ফেরেন খাজা নাফায়ে।
৬ রানে দুই উইকেট হারানো দলের দায়িত্ব কাঁধে তুলে নেন উসমান খান ও অফিফ হোসেন। ৮৮ রানের জুটি গড়েন দুজন মিলে। ৪১ বলে ৫২ করেন উসমান দলীয় ৯৪ রানের মাথায় আউট হয়ে গেলেও শেষ ওভারের প্রথম বল পর্যন্ত খেলে যান অফিফ। ৪৯ বলে ৬৬ রান করে হাসান আলির বলে আউট হন এই ব্যাটার। চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ১৫৮ রানে। কুমিল্লার হয়ে তানভীর ইসলাম ও হাসান আলি নেন ২টি করে উইকেট।