আর্কাইভ থেকে বাংলাদেশ

অলিম্পিক লরেল সম্মাননা পেতে যাচ্ছেন ড. মোহাম্মদ ইউনুস

টোকিও অলিম্পিকে বাংলাদেশকে নতুন করে চিনবে বিশ্ব। তবে সেটা কোনো অ্যাথলেটের মাধ্যমে নয়, নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে ঘিরে। টোকিও গেমসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি কর্তৃক অলিম্পিক লরেল সম্মাননা পাচ্ছেন ৮১ বছর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস। টোকিও গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে তুলে দেয়া হবে এই সম্মাননা। বাংলাদেশে ক্ষুদ্র ঋণের জনক ও গ্রামীন ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. ইউনুস ২০০৬ সালে নোবেল পুরস্কার পেয়েছেন।

পাঁচ বছর আগে রিও অলিম্পিকে প্রথম অলিম্পিক পুরস্কার প্রবর্তন করে আইওসি। সেবার এই পুরস্কার জিতেছিলেন কেনিয়ান অ্যাথলেট কিপ কেইনো। সংস্কৃতি, শিক্ষা, শান্তি আর ক্রীড়া মাধ্যমে উন্নয়নে ভূমিকা রাখেন যারা তাদের থেকেই বেছে নেয়া হয় এমন ব্যক্তিত্ব।

ইউনুসের পুরস্কার হয়তো তার হাতে তুলে দেবেন আইওসি প্রেসিডেন্ট থমাস বাখ। তবে এবার অ্যাথলেটদের সেই সৌভাগ্য হচ্ছে না। ইভেন্ট শেষে গলায় মেডেল পড়িয়ে দেয়ার চিরায়ত দৃশ্যের দেখা মিলবে না। করোনা সতর্কতায় নিজেদের মেডেল নিজেদেরকেই তুলে নিতে হবে অ্যাথলেটদের। আর যারা সেই মেডেল বহন করে আনবেন তারাও থাকবেন সুরক্ষিত। হাতে জীবানুমুক্ত গ্লাভস। 

এস

এ সম্পর্কিত আরও পড়ুন