আওয়ামী লীগ বিজয় ছাড়া ঘরে ফিরবে না: তথ্যমন্ত্রী
আগামী নির্বাচনেও বিএনপির কোনো সম্ভাবনা নেই, তাই নানা টালবাহানা করছে দলটি। আওয়ামী লীগ রাজপথে নেমেছে, আগামী নির্বাচনে বিজয় ছাড়া ঘরে ফিরবে না। বিএনপি নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
শনিবার (৪ ফেব্রুয়ারি) চট্টগ্রামের আন্দরকিল্লায় মহানগর আওয়ামী লীগের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। শেখ হাসিনার সরকারের সময়ই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব সরকারের নয়। বিএনপি জানে আগামী নির্বাচনে তাদের কোনো সম্ভাবনা নেই, তাই ষড়যন্ত্র করছে।
দলীয় নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকতে হবে। যেকোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা প্রতিহত করা হবে।
এএম