আর্কাইভ থেকে করোনা ভাইরাস

জাপানে করোনা টিকার প্রথম চালান পৌঁছেছে

করোনাভাইরাসের মহামারিতে লন্ডভণ্ড বিশ্ব। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এ অবস্থায় আতঙ্ক আরো বাড়াচ্ছে করোনার ভিন্ন ভিন্ন ধরন। এসবের মধ্যেই বিভিন্ন দেশে ধীরে ধীরে পৌঁছে যাচ্ছে করোনার টিকা। শুক্রবার করোনাভাইরাসের প্রতিষেধকের প্রথম চালান পৌঁছেছে জাপানে।

শনিবার জাপানের বার্তা সংস্থা কিয়োদো জানায়, যুক্তরাষ্ট্র ও জার্মান প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে তৈরি ফাইজার-বায়োএনটেকের চার লাখ ডোজ টিকা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস থেকে প্রথম দফায় জাপানের নারিতা বিমানবন্দরে পৌঁছেছে।

 কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানজুড়ে এসব টিকা সংরক্ষণের জন্য টিকাদান কেন্দ্রগুলোতে ২০ হাজার আলট্রাকুল ফিজার স্থাপন করা হয়েছে। ফাইজারের টিকা মাইনাস ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়।

প্রথম দফায় জাপানের ১০০টি হাসপাতালের ২০ হাজার চিকিৎসক ও নার্স টিকা নেবেন বলে জানা গেছে। দেশটিতে আগামী সপ্তাহ থেকে করোনার সম্মুখযোদ্ধাদের দিয়ে প্রথমে এ টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন