আর্কাইভ থেকে এশিয়া

বন্দি মুক্তির শর্তে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তালেবান

বন্দি মুক্তির শর্তে আফগানিস্তান সরকারকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠির সাত হাজার বন্দীকে মুক্তির বিনিময়ে তিন মাসের যুদ্ধবিরতির এ প্রস্তাব দিয়েছে তারা। বৃহস্পতিবার তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় আফগান সরকারের প্রতিনিধি দলের একজন সদস্য এই তথ্য জানিয়েছেন। তবে তাদের এ দাবি অগ্রহণযোগ্য বলছে আফগান সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, যুদ্ধবিরতির বিনিময়ে সাত হাজার তালেবান যোদ্ধাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে তালেবানের নেতারা। এছাড়াও জাতিসংঘের কালো তালিকা থেকে নাম সরানোর অনুরোধও করেছে তারা।

গেল বছর পাঁচ হাজার তালেবান বন্দিকে মুক্তি দেয় আফগান সরকার। মুক্তির পর আবারও তারা যুদ্ধক্ষেত্রে ফিরেছে বলে বিশ্বাস আফগান সরকারের। সম্প্রতি আফগানিস্তানের ৮৫ শতাংশ অঞ্চল দখলের দাবি করেছে তালেবান।

এদিকে, পাক-আফগান সীমান্তের স্পিন বোলদাক-চামান ক্রসিং দখলের পাল্টাপাল্টি দাবি করেছে আফগান সরকার ও তালেবান। তবে ক্রসিংটি কাদের দখলে আছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

গেল এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। পেন্টাগন বলছে, ইতোমধ্যে ৯৫ ভাগ সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে।

এরই মধ্যে আফগানিস্তানের বিভিন্ন স্থানের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে আফগান সশস্ত্র সংগঠন তালেবান। দেশটির ৮৫ ভাগের বেশি এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার তথ্য জানিয়েছে দলটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন