মেসিকেই সর্বকালের সেরা মানছেন রামোস
দীর্ঘ ১৫ বছর খেলেছেনও একে অপরের প্রতিদ্বন্দ্বী হিসেবে। ২০০৪ সাল থেকেই স্প্যানিশ লা লিগায় একে অপরের বিপক্ষে খেলে আসছেন সার্জিও রামোস এবং লিওনেল আন্দ্রেস মেসি।
তবে বর্তমানে ক্যারিয়ারের শেষ সময়ে এসে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে খেলছেন দুই তারকাই। এক বছরের কিছু বেশি সময় ধরে এ ক্লাবের হয়ে খেলছেন দুজন।
লা লীগায় খেলার সময় মেসির কাছে অনেকবার পরাস্ত হলেও রামোস সব সময় সেরা ফুটবলার হিসেবে বেছে নিতেন নিজের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকেই। তবে সুর বদলেছে এবার। একসময়ের প্রতিদ্বন্দ্বী রামোস এখন জোর দিয়ে বলেছেন যে মেসি সর্বকালের সেরা খেলোয়াড়।
সম্প্রতি পিএসজি টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রামোস বলেন, ‘অনেক বছর মেসির বিপক্ষে খেলা আমার জন্য ভোগান্তির ছিল। এখন আমি তাকে উপভোগ করছি। ফুটবল ইতিহাসের সে সেরা খেলোয়াড়।’
২০০৫ সালে সেভিয়া থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান রামোস। এরপর দীর্ঘ সময় খেলেছেন মাদ্রিদের হয়ে।