আর্কাইভ থেকে এশিয়া

মিয়ানমারে বিক্ষোভ অব্যাহত, ধরপাকড়ে আতঙ্ক

মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভ-সমাবেশ করে যাচ্ছে সাধারণ মানুষ। বিক্ষোভকে কেন্দ্র করে রাতে অভিযান চালিয়ে বিক্ষোভকারীদের আটক করছে সেনা কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক গণমাধ্যম্যমগুলো জানায়, বেশ কিছু ভিডিও ফুটেজে দেখা গেছে, হাড়ি-পাতিল বাজিয়ে নিরাপত্তা বাহিনীর আগমন সম্পর্কে প্রতিবেশীদের সতর্ক করছে মানুষ। অভিযান চালিয়ে আটকের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।

গেল এক ফেব্রুয়ারি দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই সেনা সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে জনগণ। বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে যাচ্ছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শনিবার এক ঘোষণায় সেনাবাহিনী জানায়, বিক্ষোভ প্রচারণার বিশিষ্ট সাত আয়োজকের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মিয়ানমারে বিক্ষোভ শুরুর পর থেকে সাড়ে তিন শতাধিক মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলে শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘ।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন