সোমবার হচ্ছে না সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে!
জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে সোমবার চার হাত এক হবার কথা সিদ্ধার্থ ও কিয়ারার। ভিকি-ক্যাটরিনার মতোই একেবারে ব্যক্তিগত পরিসরেই বিয়ে করছেন তারাও। আমন্ত্রিতের তালিকায় রয়েছে মাত্র ১০০-১২৫ জনের নাম। ইতোমধ্যেই প্রাক্-বিবাহ অনুষ্ঠান শুরু হয়ে গেয়েছে সেখানে। একে একে বলিউডের তারকারা পৌঁছছেন জয়সলমেরে। সোমবারই বিয়ের অনুষ্ঠান হবার কথা ছিলো। হঠাৎই তারিখ পরিবর্তন।
কিন্তু সূত্রের পাওয়া তথ্য অনুযায়ী, তারিখ বদল হয়েছে সিড-কিয়ারার বিয়ের।
সোমবার নয় সিড-কিয়ারা বিয়ে হবে ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার। হোটেল থেকে পাওয়া তথ্য অনুযায়ী রোববার সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে বসছে মেহেন্দির অনুষ্ঠান। তার পর ৬ তারিখ সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানে। বিয়ে মঙ্গলবার।আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই নিজেদের বিয়ে উদ্যাপন করতে চান তারা।