আর্কাইভ থেকে ইউরোপ

ইউরোপে বন্যায় মৃ্ত্যু বেড়ে ১২৫, জার্মানিতেই ১০৬

ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১২৫ হয়েছে। এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছে একশ’ ছয়জন। এছাড়া বেলজিয়ামে ২০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ১৩শ’ মানুষ। পশ্চিম ইউরোপে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করায় উপকূলীয় অঞ্চল প্লাবিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, জার্মানিতে শতাধিক মৃত্যুর মধ্যে রাইনল্যান্ড প্যালা-টি-ন্যাট প্রদেশেই মারা গেছে ৬৩ জন। আহরওয়েইলার শহরে অন্তত এক হাজার ৩শ' জন এখনও নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানায়, নদীর পানি বেড়ে কয়েক মিনিটেই তলিয়ে যায় উপকূলীয় অঞ্চল। এ সময় নিরাপদে সরে যেতে পারেনি অনেকেই। উদ্ধারকাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার।

বন্যার পানির ঢল আর ভূমিধসে প্রধান প্রধান সড়ক ও সেতু ধসে পড়ায় এখনও যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে রাইন-ওয়েস্টফেলিয়া, সিনজিগসহ ১২টি এলাকা। বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাইন, দানিয়ুব আর মেউজ নদীর পানি। এ কারণে নৌকা নিয়েও উদ্ধারকাজ করা সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে শুধু হেলিক্পটার দিয়েই উদ্ধারকাজ চলছে।

এই দুর্যোগকে পাঁচ শ’ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবে আখ্যা দিয়েছে জার্মান আবহাওয়াবিদরা।

এদিকে, বন্যাজনিত কারণে মৃত্যু বেড়েছে বেলজিয়াম, নেদারল্যান্ডসেও। এর মধ্যে নেদারল্যান্ডসে ম্যাস্টরিখ্ট শহরের কাছে জুলিয়ানা খালের পাড় ভেঙ্গে বন্যার পানি ঢুকে পড়ায় সতকর্তা জারি করা হয়েছে। পুরো শহরের বাসিন্দাদের সরিয়ে নিতে বলেছে কর্তৃপক্ষ।

বেলজিয়ামের লিয়েজ শহরের বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ডস ছাড়াও বন্যা দেখা দিয়েছে লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডেও।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন