আর্কাইভ থেকে আফ্রিকা

দক্ষিণ আফ্রিকায় সহিংসতায় নিহত বেড়ে ২১২

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার কারাগারে পাঠানোকে কেন্দ্র করে দেশটিতে চলমান সহিংসতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১২। একদিনের ব্যবধানে নিহতের সংখ্যা প্রায় এক শ’ জন বেড়ে যায়। এই সহিংসতাকে পূর্ব পরিকল্পিত বলে মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। একে গণতন্ত্রের ওপর আঘাত বলে বর্ননা করেছেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকায় চলা সহিংসতায় ব্যাপক লুটপাটের কারণে খাদ্য ঘাটতি দেখা দিয়েছে। অস্থিরতার সুযোগে লুটপাটের কারণে সুপারমার্কেটগুলোতে খাদ্য সামগ্রী পাহারা দিয়ে রাখছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ অবস্থায় পুলিশি প্রহরায় সুপারমার্কেটগুলোতে খাদ্যপণ্য সরবরাহ চলছে।

এর আগে, কোয়াজুলু-নাটাল প্রদেশের মেয়র জানিয়েছেন, আটশ রিটেইল শপ থেকে প্রায় একশ কোটি মার্কিন ডলার মূল্যের সামগ্রী লুট হয়ে গেছে।

গেল সপ্তাহের শুরুর দিকে সাবেক প্রেসিডেন্ট ১৫ মাসের সাজাপ্রাপ্ত জ্যাকব জুমাকে জেলে পাঠানোর পর তার সমর্থকদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন