আবারও বর্ণবাদী আচরণের শিকার ভিনি
মায়োর্কার বিপক্ষে খেলতে নেমে আবারও মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়েছে রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। রোববার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-০ গোলে ম্যাচ হারে রিয়াল। সেই ম্যাচে মায়োর্কার সমর্থকদের একটি অংশ গালিগালাজ করেছে ভিনিসিয়াসকে।
সামাজিক মাধ্যমে এক ভিডিওতে দেখা যায়, ভিনিকে মায়োর্কার সেই সমর্থকরা 'বানর' বলে ডাকছে। শুধু তাই নয়, খেলার মাঠেও ভিনিকে বারবার ফাউল করা হয়েছে। ব্রাজিলিয়ান এই তারকাকে মোট ১০টি ফাউল করেছে। লা লিগায় চলতি মৌসুমে এক ম্যাচে যা সর্বোচ্চ ফাউল।
যদিও রেডিও এক সাক্ষাৎকারে মায়োর্কার ম্যানেজার জাভিয়ের আগুয়েরে এই অভিযোগ অস্বীকার করে বলেন, ইচ্ছাকৃতভাবে খেলোয়াড়রা ভিনিকে ফাউল করেননি।