কারাগারে আলভেজকে দেখতে গেলেন স্ত্রী
ধর্ষণের অভিযোগে গত মাসের ২০ তারিখ ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেজকে গ্রেফতার করা হয়। এখন তিনি বার্সেলোনার একটি কারাগারে বন্দী হিসেবে রয়েছেন। গ্রেফতার হবার পর থেকেই সময়টা খুবই বাজে যাচ্ছে আলভেজের। তার বর্তমান মেক্সিকান ক্লাব থেকে বহিষ্কারের পর গুঞ্জন ওঠে, স্ত্রী হোয়ানা সাঞ্জও চাচ্ছেন বিচ্ছেদের।
তবে এবার গুঞ্জন উড়িয়ে দিলেনন স্প্যানিশ এই মডেল। শুধু তাই নয়, কারাবন্দী আলভেজের সঙ্গে এবার দেখাও করতে গেলেন তিনি।
রোববার স্বামী আলভেজকে বার্সেলোনার কারাগারে দেখতে গিয়েছেন হোয়ানা সাঞ্জ। ১৭ দিন পর স্বামীকে দেখার পর তিনি গণমাধ্যমকে বলেন, খুব খারাপ সময় যাচ্ছে আমার স্বামীর। এই মুহূর্তে তাকে ছেড়ে যাওয়ার কোন ভাবেই সম্ভব নয়।’