মার্টিনেজের গোলে মিলান ডার্বি জয় করলো ইন্টার
সিরি’আ লিগের মিলান ডার্বিতে ১-০ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। জয়সূচোক গোলটি করেন ইন্টারের আর্জেন্টাইন বিশবকাপজয়ী ফরোয়ার্ড লাউতেরো মার্টিনেজ।
গতকাল রাতে এসি মিলানের মাঠে মুখোমুখি হয়েছিল মিলান শহরের দুই চিরপ্রতিদ্বন্দ্বী এসি মিলান ও ইন্টার মিলান। খেলায় খুব একটা প্রভাব রাখতে পারেনি এসি মিলান। শুরু থেকেই একের পর এক আক্রমনে চাপে পরে যায় তারা। ম্যাচের ৫ মিনিটের মাথায় সুযোগ পেয়েছিলেন লাউতেরো। কিন্তু তিনি পরাস্ত হন গোলরক্ষকের হাতে।
আরও পড়ুনঃ বাফুফেকে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা!
ম্যাচের ৩৪ তম মিনিটে আর ভুল করেনি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। কর্নার থেকে উড়ে আশা বলে হেডের সাহায্যে জালে জড়িয়ে দেন। তার এক মাত্র গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার।
আরও পড়ুনঃ কারাগারে আলভেজকে দেখতে গেলেন স্ত্রী