ওমরাহ শেষে দেশে ফিরেছেন সাকিব
৩ ফেব্রুয়ারি খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ খেলেন সাকিব আল হাসান। ম্যাচ শেষ করেই মধ্যরাতে ছাড়েন দেশ। বিমানে উড়াল দেন সৌদি আরবের উদ্দেশ্যে।
৭ তারিখের আগে বরিশালের আর কোনো ম্যাচ নেই। তাই তো ফাঁকা এই সময়টাতেই ওমরাহ পালন করতে চলে যান বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি এবং টেস্ট অধিনায়ক।
সৌদিতে ওমরাহ শেষ করে দেশে ফিরেছেন সাকিব। আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানী ঢাকায় পৌঁছান তিনি।
আরও পড়ুনঃ বাফুফেকে আর্থিক অনুদান বন্ধ করে দিয়েছে ফিফা!
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে বরিশালের। ওই ম্যাচে মাঠে দেখা যাবে তাকে।
আরও পড়ুনঃ আবারও বর্ণবাদী আচরণের শিকার ভিনি