পিএসজিতেই থাকবেন মেসি!
দীর্ঘ দিনের সম্পর্ক শেষ করে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দিয়েছিলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কিন্তু পিএসজিতে আসার পরে এম্বাপ্পের সাথে সম্পর্ক ভালো নয় শুনা যাচ্ছিল এমন গুঞ্জন। তারপর খবর ছড়িয়ে পরে, পিএসজি ছাড়তে পারেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই মহাতারকা।
তবে পিএসজির ক্রীড়া উপদেষ্টা লুইস ক্যাম্পস জানালেন পিএসজি ছাড়ছেন না মেসি। তিনি বলেন বলেন, মেসিকে ছাড়ার কোনো ইচ্ছা নেই তাদের। জনপ্রিয় সংবাদ মাধ্যম গোল ডট কম জানিয়েছে এই তথ্য।
শুধু তাই নয় মেসির সঙ্গে দীর্ঘমেয়াদে চুক্তির ইঙ্গিত দিলেন পিএসজি পরিচালক। এজন্য মেসির সাথে কথা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।
লুইস ক্যাম্পস বলেন, 'আমরা চুক্তি বৃদ্ধির জন্য এই মূহূর্তে মেসির সঙ্গে কথা বলছি। আমরা তাকে রাখতে চাই। এখানে লুকিয়ে রাখার কিছু নেই। তার সঙ্গে চুক্তির ধরে রাখতে ক্লাব প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহন করছে।'
চলতি মৌসূমে জুনে মেসির সঙ্গে পিএসজির চুক্তি শেষ হবে। মেসির সঙ্গে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি বাড়াতে পারে ধারণা করা হচ্ছে।