আর্কাইভ থেকে ইউরোপ

ইউরোপের পশ্চিমাঞ্চলে বন্যায় মৃত্যু বেড়ে ১৭০

ইউরোপের পশ্চিমাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১শ' ৭০ হয়েছে। এর মধ্যে শুধু জার্মানিতেই মারা গেছে অন্তত ১শ' ৪৩ জন। এছাড়া আরো অন্তত ২৭ জন মারা গেছে বেলজিয়ামে। এখনও নিখোঁজ রয়েছে কয়েকশ' মানুষ।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, পশ্চিম ইউরোপে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতে নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। এ কারণে নীর দুই কূল উপচে পড়ে বন্যায় প্লাবিত হয়েছে উপকূলীয় অঞ্চলগুলো। দুর্গত এলাকাগুলো থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে বেশ কিছু এলাকা।

এদিকে, চলছে উদ্ধারকাজ। একাজ চালাতে ১৫ হাজার পুলিশ, সেনা ও জরুরি কর্মী মোতায়েন করেছে জার্মান সরকার।

জার্মানির কয়েকটি এলাকায় বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ ও সুইজারল্যান্ডে। 

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন