আর্কাইভ থেকে জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে বেলজিয়ামের রানির সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিন। ম্যাথিল্ডে বেলজিয়ামের প্রথম রানি যিনি ঢাকা সফরে এসেছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।

তিন দিনের সফরে গেলো ৬ ফেব্রুয়ারি ঢাকায় আসেন বেলজিয়ামের রানি ম্যাথিল্ডে। ওই সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) অ্যাডভোকেট (দূত) হিসেবে বাংলাদেশ সফর করছেন তিনি।

এসডিজি দূত হিসেবে রানি মাথিল্ডে মেয়েদের শিক্ষা, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন, পারিবারিক সহিংসতার বিরুদ্ধে লড়াই, মানসিক স্বাস্থ্য বিষয়ে বাংলাদেশের অর্জন এবং এসব ক্ষেত্রে সহায়তার দিকগুলো দেখবেন।

বেলজিয়ামের রানি,শেখ হাসিনা

এর আগে গত ৩০ জানুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয় ‘বিশেষ নিরাপত্তা বাহিনী (স্পেশাল সিকিউরিটি ফোর্স) আইন, ২০২১’-এর ধারা ২-এর দফা ক’তে দেয়া ক্ষমতাবলে বেলজিয়ামের রানিকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়। আর সেভাবেই তাকে নিরাপত্তা দেয়া হবে।

সফর শেষে বুধবারই (৮ জানুয়ারি) রানি ম্যাথিল্ডে ম্যারি ক্রিস্টিনের নিজ দেশে ফিরে যাওয়ার কথা।

উল্লেখ্য, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের এসডিজি অ্যাডভোকেসি করেছেন ১৭ বিশিষ্ট ব্যক্তি। যারা তাদের প্রভাব কাজে লাগিয়ে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে ভূমিকা রাখবেন।

জাতিসংঘের এসডিজি অ্যাডভোকেটদের মধ্যে রানি মাথেল্ডি ছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, শান্তিতে নোবেলজয়ী ভারতের কৈলাশ সত্যার্থী ও বলিউড অভিনেত্রী দিয়া মির্জাও রয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন