আর্কাইভ থেকে করোনা ভাইরাস

সারাদেশে করোনায় ১৭৬ জনের মৃত্যুর খবর

দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। 

২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় করোনা ও উপসর্গে ১৭৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

খুলনা: গত ২৪ ঘণ্টায় শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮ পর্যন্ত খুলনার চারটি হাসপাতলে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২৪ জন।

বরিশাল: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এরমধ্যে পজিটিভ ছিল ৪ জনের। বিভাগীয় হিসাবে বরিশালের ৬ জন, বরগুণার একজন, পটুয়াখালীর একজন, পিরোজপুর একজন এবং মাদারীপুরে একজন।
 
চুয়াডাঙ্গা: করোনা ও উপসর্গ নিয়ে চুয়াডাঙ্গায়  ৮ জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২০ জনের মৃত্য হয়েছে।
কুষ্টিয়া:গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ২০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১২ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন উপর্সগ নিয়ে মারা গেছেন। ৯৮৮টি নমুনায়  ২০৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ২০.৭৪। করোনা পজিটিভ নিয়ে ১৮৩  জন আর উপর্সগ নিয়ে ৬৭ জন; মোট ২৫০ জন কুষ্টিয়ার করোনা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
 
রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ১৭ জনের মৃত্যু হয়। রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৪৫ জন।
পঞ্চগড়: পঞ্চগড়ে করোনায় একজন মারা গেছেন। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এ সময়ে ২০২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরো ৮৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পঞ্চগড় জেলায় এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো এক হাজার ৯৫৩ জন। এ পর্যন্ত জেলায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১০৪০ জন।

পঞ্চগড় জেলার সিভিল সার্জন ডা. ফজলুর রহমান জানান, করোনায় দেবীগঞ্জ উপজেলায় মকবুল হোসেন (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, পঞ্চগড় জেলা স্বাস্থ্য বিভাগের কর্মীরা পৃথকভাবে ২০২ জনের শরীরের নমুনা পরীক্ষা করে ৮৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পেয়েছেন।।

নেত্রকোনা: নেত্রকোনায়  গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৫০ জন। তাদের মধ্যে ২৭ জন পুরুষ ও ২৩ জন নারী রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ জন। কুড়িগ্রাম: কুড়িগ্রামে গত ২৪ ঘণ্টায় ২৩০ জনের নমুনা পরীক্ষা করে ৬৬ জন পজেটিভ পাওয়া গেছে। আক্রান্তের হার শতকরা ২৮ দশমিক ৬৯ ভাগ।
কি‌শোরগ‌ঞ্জ: কি‌শোরগ‌ঞ্জে ২৪ ঘণ্টায় ক‌রোনা ও উপসর্গ নি‌য়ে ৫ জ‌নের মৃত্যু হয়েছে। ঝিনাইদহ:  ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন আক্রান্ত হয়েছেন ৮৭ জন। বগুড়া: বগুড়ায় করোনায় এবং করোনা উপসর্গ নিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।  

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে করোনায় গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। ফরিদপুর: ফরিদপুরে করোনায় মারা গেছেন ৭জন। আক্রান্ত ১৫২জন। রংপুর: রংপুর করোনায় গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩ জনের মৃত্যু হয়েছে। সিলেট: গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় করোনা শনাক্ত হয়েছেন ২৯০ জন। মারা গেছেন ১১ জন।
 

এ সম্পর্কিত আরও পড়ুন