বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ মিললো নিজে ঘরে
যশোরের মণিরামপুরে মিনহাজুল আবেদীন নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ওই ব্যাক্তির নাম- মিনহাজুল আবেদীন। তিনি মণিরামপুর উপজেলার সালামতপুর গ্রামের ফারুক হোসেনের ছেলে। তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের ছাত্র ছিলেন।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) নিজের ঘর থেকে তার মরদেহ উদ্ধার করেন।
মিনহাজুলের বাবা ফারুক হোসেন বলেন, মিনহাজ সবসময় রোবট নিয়ে গবেষণা করত। রাতে সে ঘুমাতো না। ভোর হলে ঘুমাত। রোবট বলতে সে মানসিক রোগী হয়ে যায়। আমরা তাকে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছি। এবার সে অনার্স শেষ বর্ষে পরীক্ষা দিয়ে এক বিষয়ে অকৃতকার্য হয়। বুধবার রাতে খাবার খেয়ে ও নিজ ঘরে দরজা দিয়ে অনলাইনে মিটিং করছিল। এটা দেখে আমরা ঘুমিয়ে পড়ি। ভোরে উঠে আমার স্ত্রী ছেলের ঘরে আলো জ্বলতে দেখেন। তখন তিনি জানলা দিয়ে দেখতে পান ছেলে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। এরপর দরজা ভেঙে আমরা মরদেহ উদ্ধার করি।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।