সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য রাতে সিঙ্গাপুর যাচ্ছেন । সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও যাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) রাত ১০টার একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করবেন বলে জানা যায়।
এদিকে তাঁর স্ত্রী রাহাত আরা বেগমের সম্প্রতি একটি অস্ত্রোপচার হয়। তিনি সিঙ্গাপুরের র্যাফেলস হসপিটালে চিকিৎসা নেবেন। চিকিৎসা শেষে সপ্তাহখানেক পর তাঁরা দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।
উল্লেখ্য, কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এ ছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতা সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।