আর্কাইভ থেকে বাংলাদেশ

২৪ ঘণ্টায় করোনায় মৃত‌্যু ১৭৩, শনাক্ত ৭৬১৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৭৩ জনের মৃত‌্যু হয়েছে। এ পর্যন্ত ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৪৯৮ জনে।

২০ জুলাই মঙ্গলবার সকাল ৮টা থেকে ২১ জুলাই বুধবার সকাল ৮টা পর্যন্ত ৭ হাজার ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন ২০ জুলাই ১১ হাজার ৫৭৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩৬ হাজার ৫০৩ জনে।

গত কয়েক দিন দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী ছিল। তবে ঈদুল আজহার দিন এসে সংক্রমণ ও মৃত্যু দুটোই নিম্নমুখীর খবর আসে।

বুধবার (২১ জুলাই) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯ হাজার ৭০৪ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ৯ লাখ ৬১ হাজার ৪৪ জন।

বিজ্ঞপ্তিতে জানা যায়, নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৪৮ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৫ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৩ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ৫৮ জন, চট্টগ্রাম বিভাগের ৩২ জন, রাজশাহী বিভাগের ১১ জন, খুলনা বিভাগের ৩৮ জন, বরিশাল বিভাগের ৮ জন, সিলেট বিভাগের ৬ জন, রংপুর বিভাগের ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগের ৪ জন। 

এর আগে করোনায় মঙ্গলবার (২০ জুলাই) ২০০ জন, সোমবার (১৯ জুলাই) সর্বোচ্চ ২৩১ জনের মৃত্যু হয়েছিল। আর রোববার (১৮ জুলাই) ২২৫ ও শনিবার (১৭ জুলাই) ২০৪ জন মারা গিয়েছিল।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন