আর্কাইভ থেকে দেশজুড়ে

মমেক হাসপাতালে করোনা ইউনিটে আরও ২০ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৯ জন ও এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জনের। একই সময়ে জেলায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৭৪ জনের।

আজ শুক্রবার (২৩ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ২০ জনের মৃত্যু হয়েছে।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউতে ২২ জনসহ মোট ৩৭৫ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৭০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৫ জন। 

নতুন করে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেখা দিয়েছে শয্যা সঙ্কট। ফাঁকা নেই কোনো আইসিইউ বেড। 

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম এই বিষয়ে জানান, বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ২৫৭ টি নমুনা পরীক্ষা করে নতুন ৭৪ জনের করোনা শনাক্ত হয়েছে।  শনাক্তের হার ২১ শতাংশ। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটে এ পর্যন্ত ১১৯৫ জন মারা গেছেন।

শেখ সোহান

এ সম্পর্কিত আরও পড়ুন