আর্কাইভ থেকে জাতীয়

আজ চতুর্থ দফায় রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর

চতুর্থ দফায় ২ হাজারের বেশি রোহিঙ্গাকে ভাসানচরে নেয়া হচ্ছে আজ। এরই মধ্যে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে নোয়াখালীর ভাসানচর যেতে ৩০ টি বাসে রোহিঙ্গারা চট্টগ্রামে পৌঁছেছে । 

আজ চট্টগ্রাম থেকে ৫টি জাহাজে করে আরও ২ হাজার ১২ জনকে ভাসানচরে নেয়া হবে।  

স্থানীয়রা বলছেন, রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের জন্য শনিবার রাতেই উখিয়া ডিগ্রি কলেজ এবং কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুম ট্রানজিট ক্যাম্পে নিয়ে আসা হয়। এ নিয়ে উখিয়া ডিগ্রি কলেজ মাঠে জড়ো করা হয় অন্তত ৫০ টির বেশী বাস। পরে রবিবার দুপুর দেড়টায় উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে তাদের বহনকারি এসব বাস রওনা দেয়।  

এরআগে, প্রথম দফায় গত ৪ঠা ডিসেম্বর কক্সবাজারের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে এক হাজার ৬৪২ জন, দ্বিতীয় দফায় গত ২৮ ডিসেম্বর এক হাজার ৮০৫ জন এবং তৃতীয় দফায় গত ২৯ ও ৩০শে জানুয়ারী তিন হাজার ২০০ জনের বেশী রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছিল।

শুভ মাহফুজ

এ সম্পর্কিত আরও পড়ুন