আর্কাইভ থেকে অপরাধ

ইয়াবা বাবু গ্রেফতার

রাজধানীর পল্লবী থেকে আলোচিত সাহিনুদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মঞ্জুরুল হাসান বাবু ওরফে ইয়াবা বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ জুলাই) রাতে পল্লবীর লাল মাঠ এলাকা থেকে আটকের পর তাকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, বাবু মিরপুরে সাহিনুদ্দিন হত্যা মামলার অন্যতম আসামি। তবে ওই মামলাটি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তদন্ত করছে। তাদের গ্রেফতারের বিষয়টি জানানো হয়েছে। তার আগে আসামি বাবুকে একটি চাঁদাবাজির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

আলোচিত সাহিনুদ্দিন হত্যার ঘটনায় এর আগে পরিকল্পনাকারী হিসেবে লক্ষ্মীপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল আউয়ালসহ ১০ জনের বেশি আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া এ হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মনির ও মানিক নামের দুজন বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এ খুনের ঘটনার সিসিটিভি ফুটেজে মনির ও মানিককে সরাসরি অংশ নিতে দেখা যায়।

এ বছরের ১৬ মে মিরপুরের পল্লবীর সিরামিকস গেটে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়।

মুক্তা মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন