আর্কাইভ থেকে দেশজুড়ে

আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

নাটোরের বাগাতিপাড়ায় আগুনে পুড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ওই ব্যাক্তির নাম- ফিরোজা বেগম (৬৫)।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর হিজলী পাবনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ভোরের দিকে ফিরোজার ঘরে আগুর লাগে। আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়, পাশপাশি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন স্থানীয়রা। এ সময় ঘরে ঘুমন্ত ফিরোজা বেগমকে উদ্ধার করতে পারেননি তারা।

দয়ারামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার নুরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনা হলেও ঘরের ভেতরে থাকা ফিরোজাকে জীবিত উদ্ধার করা যায়নি।

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন