দুইয়ে ওঠার লড়াইয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ কুমিল্লার
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে দিনের প্রথম খেলায় শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে মাঠে নেমেছে কুমিল্লা বনাম রংপুর। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন কুয়মিল্লার দুই ওপেনার। ৪৩ রানের ওপেনিং জুটি গড়ে ২১ বলে ২৪ রানে ফিরে যান মোহাম্মদ রিজওয়ান।
তারপর মাঠে নেমে পর পর দুই বলে দুই চার মেরে ৮ রান করে বিদায় নেন শুনিল নারাইন। দলীয় ১০১ রানের মাথায় অর্ধশতকের কাছাকাছি গিয়ে ৩৩ বলে ৪৭ করে ফিরে যান লিটন দাস। তার কিছুক্ষণ পরেই ২০ বলে ১৯ করে ফিরে যান কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েস। শেষ সময়ে এসে জাকের আলির ২৩ বলে ৩৪ ও খুশদিল শাহর ২০ বলে ৪০ রানের ঝড়ে ১৭৭ রানে পৌঁছায় কুমিল্লা।
রংপুরের হয়ে ওমরজাই নেন সর্বোচ্চ ২ উইকেট।