নাঈমের দাবি ক্যাচ, আম্পায়ার দিলেন ছক্কা! (ভিডিও)
দ্বিতীয় ওভারের চতুর্থ বল। আফগান পেসার ওমারজাইয়ের বলে পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ রিজোয়ান ঘুরিয়ে মারেন ডিপ ব্যাকওয়ারড স্কয়ার লেগে। সেখানে ফিল্ডার হিসেবে উপস্থিত নাঈম শেখ। বাউন্ডারি লাইনের ভিতর থেকেই বল তালুবন্দি করেন নাঈম। কিন্তু ব্যর্থ হন বডি ব্যালেন্স ঠিক রাখতে। বল ছুড়ে দেন আকাশে। চলে যান সীমার ওপারে। সীমার ওপার থেকে লাফিয়ে আবারও লুফে নেন বল। শূন্যে ভেসেই ফিরে আসেন সীমানার এইপারে। এমন চোখ ধাঁধানো ক্যাচে মন্ত্রমুগ্ধ গ্যালারির দর্শকরা। রংপুর শিবিরে শুরু হয় উদযাপন।
নাইমের উদযাপন দেখেও মনে হচ্ছিল যথেষ্ট আত্মবিশ্বাসী। কিন্তু টিভি আম্পায়ের সিদ্ধান্তে হতাশ হয়ে যান নাইম শেখ। টিভি আম্পায়র বার বার দেখে সিদ্ধান্ত জানায় শূন্য ভেসে বল ধরার সময় নাঈমের পা ছিল বাউন্ডারি লাইনের ওপারে মাটিতে লেগে ছিল। তাই রিজওয়ানকে আউট নয়, ছক্কার সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার।
এ সিদ্ধান্ত মেনে নিতে নারাজ রংপুর অধিয়ানক নুরুল হাসান সোহান। আম্পায়ের সাথে তর্কে জড়িয়ে পরেন তিনি। সাথে যোগ দেন ফিল্ডার নাইম শেখও। আম্পায়ার সোহানকে বুঝিয়ে দেন আম্পায়রের সিদ্ধান্তই চূড়ান্ত এবং নির্ভুল সিদ্ধান্ত।
কিছুক্ষনের জন্য পরিস্থিতি হালকা উত্তপ্ত হলেও ঠান্ডা হয়ে যায় দ্রুতই। সোহান এবং ফিল্ডার নাইম হতাশ হয়ে ফিরে যান নিজেদের জায়গায়। এটা হতেও পারতো এই বিপিএলের সেরা ক্যাচ। কিন্তু আম্পায়ের সিন্ধান্তই চূড়ান্ত এবং সঠিক সিদ্ধান্ত।