গ্রুপ পর্বের শেষ খেলায় টস জিতে ব্যাটিংয়ে সাকিবরা
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্লে-অফের লাইনআপ ঠিক হয়ে অনেক গেছে। ফরচুন বরিশাল আর খুলনা টাইগার্সের মধ্যকার গ্রুপপর্বের শেষ ম্যাচটি শুধুমাত্র নিয়মরক্ষার ম্যাচ।
ফরচুন বরিশাল প্লে-অফের খাতায় নাম লিখিয়েছে অনেক আগেই,কিন্তু আজ জয় পেলেও সেরা দুইয়ে ওঠার আর সুযোগ নেই।
শুক্রবার মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নিয়মরক্ষার এই লড়াইয়ে টস জিতেছেন সাকিব আল হাসানের বদলে আজ বরিশালের অধিনায়কত্ব করা মেহেদি হাসান মিরাজ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন মেরাজ।
খুলনা একাদশ অ্যান্ড্রু বালবির্নি, শাই হোপ (অধিনায়ক), হাবিবুর রহমান, মাহমুদুল হাসান জয়, ইয়াসির আলি, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিকুল ইসলাম, নাহিদুল ইসলাম, নাসুম আহমেদ, হাসান মুরাদ।
বরিশাল একাদশ এনামুল হক বিজয়, ইব্রাহীম জাদরান, ডোয়াইন প্রিটোরিয়াস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সালমান হোসেন, করিম জানাত, চতুরঙ্গ ডি সিলভা, খালিদ আহমেদ, এবাদত হোসেন।