আর্কাইভ থেকে শিক্ষা

ছুটির দিনের বইমেলা

অমর একুশে বইমেলার দশম দিন চলছে। মেলার অন্য দিনগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় স্বাভাবিক থাকলেও বন্ধের দিনগুলোতে ভিড় বেড়ে যায় কয়েকগুণ। লেখক, পাঠক, দর্শনার্থী আর ক্রেতাদের নিয়ে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) অমর একুশে বইমেলায় সারাদিন ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বই কিনতে আসা নিজাম আহমেদ বলেন, বই কিনতে এসে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। যদিও অন্যদিনগুলোতে এই ভিড় খুব একটা থাকে না। আজ ছুটির দিন হওয়াতে পরিবারসহ মেলায় এসেছি। কিছুটা ভোগান্তি পোহাতে হলেও, সবকিছু মিলিয়ে আনন্দ ভাগাভাগি করতে পেরে ভালোই লাগছে।

বই কিনতে আসা ইয়াসির আরাফাত বলেন, বন্ধু-বান্ধবসহ বই কিনতে মেলায় এসেছি। সবাই মিলে অনেকগুলো বই কিনেছি। জব কারায় অন্যদিনগুলোতে ছুটি পাওয়া যায় না, তাই আজ বন্ধুদের সঙ্গে বের হলাম। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং সমসাময়িক বিশ্লেষণ নিয়ে লেখা বইগুলো পড়তে ভালো লাগে।

একজন বই বিক্রেতা বলেন, আজ বইমেলা মোটামোটি জমজমাট লাগছে। অন্যদিনের তুলনায় বইও ভালোই বেচাকেনা হচ্ছে। তাই আজকের দিনটি আরও ভালো লাগছে। মেলায় সব বইপোকারা ঝাঁক বেঁধে এসেছেন।

বই বিক্রেতা রনি আহমেদ বলেন, বইমেলায় ক্রেতা থেকে দর্শনার্থীরাই বেশি। এইখানে কেউ ঘুরতে এসেছেন। আবার অনেকেই পারিবারসহ সময় কাটাতে এসেছেন। অনেকে বই কিনতেও এসেছেন তবে তাদের সংখ্যা অপেক্ষাকৃত কম।

এএম

 

এ সম্পর্কিত আরও পড়ুন