বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলা
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় বিএনপির পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছয়জন আহত হয়েছেন।
আহতরা হলেন- ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমাউন কবির মতি (৫০), ইউনিয়ন বিএনপির সদস্য আমিনুর রহমান (৫০), ওয়ার্ড বিএনপির সদস্য আশরাফ হোসেন (৩৫), সাদেকুল ইসলাম (৩০), স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুল ইসলাম (৩৫) ও যুবদলের নেতা মাইদুল ইসলাম মোহল (৩৪)।
আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের জোড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা পাটগ্রাম উপজেলার বাউরা এলাকায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে আজ দেশের সকল ইউনিয়নে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন বিএনপি পদযাত্রা শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা পদযাত্রায় হামলা করেন। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয়জন আহত হন। পরে হাতীবান্ধা থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমাউন কবির মতি বলেন, বিএনপির পদযাত্রা শুরু করলে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের ছয়জন আহত হয়েছেন।
এ বিষয়ে ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ফজল বলেন, বিএনপির পদযাত্রায় আমরা কোনো হামলা চালাইনি। ওখানে শুধু কথা কাটাকাটি হয়েছে।