আর্কাইভ থেকে আওয়ামী লীগ

শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় জ্বলছে বিএনপি : কাদের

বিএনপি শেখ হাসিনার উন্নয়নের জ্বালায় জ্বলছে । বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের বালুর মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি  বলেন, ‘শেখ হাসিনা দেশের অর্থনৈতিক মুক্তির রূপকার, তিনি দেশবাসীর অর্থনৈতিক মুক্তির জন্য অমর হয়ে থাকবেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আন্দোলনের নামে দেশে অশান্তি সৃষ্টি করলে খবর আছে। নির্বাচনের মাঠে আসুন খেলা হবে। আওয়ামী লীগের উন্নয়নে জ্বলে-পুড়ে ছাড়খার হয়ে যাবে বিএনপি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর উদ্দেশে কাদের বলেন, আট-ঘাট বেঁধে নেমেছেন জানি। জানি, লন্ডনের ডান হাত আপনি-ফখরুল নন। সব গোপন খবর আপনি পান। জানিয়ে দিচ্ছি, আমরা কিন্তু মাঠে আছি। আমরা রাজপথে আছি। তলে তলে কৌশল কী করছেন জানি। ভোটে জিততে পারবেন না, সে জন্য এখন চোরাগোপ্তা পথে আবারও আগুন সন্ত্রাস করবেন। প্রস্তুতি নিচ্ছেন জঙ্গিবাদকে আবারও মাঠে নামাবেন, তার ইশারা-আলামত আমরা বুঝতে পারছি।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, এবার আগুন নিয়ে পোড়াতে আসলে ওই হাত আমরা পুড়িয়ে দেবো; পুড়িয়ে দেবেন। যে হাতে ভাঙচুর করবে সেই হাত আমরা ভেঙে দেবো।

তিনি বলেন, আক্রমণে যাবেন না। আক্রমণ করলে পাল্টা আক্রমণ করতেই হবে। ২০১৩-১৪ সাল মনে আছে? কীভাবে গাছ-রাস্তা কেটেছে, রেল লাইন পুড়িয়েছে, বাসে হামলা চালিয়ে নিরিহ যাত্রীকে পুড়িয়েছে, ড্রাইভার-কনডাক্টরকে মেরেছে, সারা বাংলাদেশে ভূমি অফিসে আগুন দিয়েছে, সারা দেশে বিদ্যুৎকেন্দ্র পুড়িয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, 'এই বিএনপিকে চিনে রাখুন। এই বিএনপি এবার যদি আগুন নিয়ে আসে, এবার যদি সন্ত্রাস করতে আসে, সন্ত্রাসের কালো হাত আমরা গুঁড়িয়ে দেবো। খেলা তাহলে হবে, খালি মাঠে গোল দেবো না। শক্ত খেলা চাই। '

বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির গণঅভ্যুত্থান কোথায় গেল? ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে, হিংসা করে লাভ নেই বিএনপির।

 

এ সম্পর্কিত আরও পড়ুন