বিকল্প রাজনৈতিক শক্তি হবে জাপা: জি এম কাদের
জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি হবে জাতীয় পার্টি। এ কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর জুরাইনে জাতীয় পার্টির কর্মী সমাবেশে এ কথা জানান তিনি।
তিনি বলেন, নিত্যপণ্যের দাম নাগালের বাইরে চলে গেছে। সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। যুদ্ধ আর বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কথা বলছে সরকার, অথচ বিদেশে যারা টাকা পাচার করছে তাদের ছাড় দেয়া হচ্ছে।
জি এম কাদের আরও বলেন, বাংলাদেশও ভয়াবহ ভূমিকম্প ঝুঁকিতে। ভবন নির্মাণে কোড মানা হচ্ছে না।
এএম