আর্কাইভ থেকে এশিয়া

'অপ্রতিরোধ্য আঘাত' হানতে সক্ষম রাশিয়ার নৌবাহিনী: পুতিন

যে কোনও শত্রুকে শনাক্ত করে প্রয়োজনে অপ্রতিরোধ্য আঘাত হানতে সক্ষম রাশিয়ার নৌবাহিনী। গতকাল রোববার এ মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ব্রিটিশ যুদ্ধজাহাজ মস্কোকে ক্ষুব্ধ করে ক্রিমিয়া উপদ্বীপ পাড়ি দেওয়ার কয়েক সপ্তাহ পর এই মন্তব্য করলেন তিনি।

নৌবাহিনী দিবস উপলক্ষে সেইন্ট পিটার্সবার্গে আয়োজিত প্যারেডে পুতিন বলেন, পানির নিচে, উপরে বা আকাশে যে কোনও শত্রুকে শনাক্ত করতে সক্ষম রাশিয়া। প্রয়োজনে সেই শত্রুর বিরুদ্ধে অপ্রতিরোধ্য হামলাও চালানোর সক্ষমতা রয়েছে।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, গেল মাসে ক্রিমিয়ার জলসীমায় অবৈধভাবে প্রবেশ করা ব্রিটেনের এইচএমএস ডিফেন্ডারকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু না করেই ডুবিয়ে দিতে পারত রাশিয়া। দেশটির ওই আচরণের পেছনে যুক্তরাষ্ট্র উস্কানি দিয়েছে বলেও দাবি করেন পুতিন।

গেল জুনে কৃষ্ণসাগরে রাশিয়া অধিকৃত ক্রিমিয়ার জলসীমায় ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার প্রবেশের অভিযোগ করেছিল মস্কো। সতর্কতামূলক গুলি ও বোমা ছুড়ে যুদ্ধজাহাজটিকে তাড়িয়ে দেওয়ার কথাও জানিয়েছিল রাশিয়া। তবে সে দাবি অস্বীকার করে ব্রিটিশ সরকার।

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখল করলেও ব্রিটেনসহ বিশ্বের বেশিরভাগ দেশ এখনও ক্রিমিয়াকে ইউক্রেনের অংশই মনে করে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন