আর্কাইভ থেকে ঢালিউড

ছয় মাস পূর্ণ হলো রাজ-পরীর রাজ্য'র

ঢালিউডের আলোচিত তারকা দম্পতি শরীফুল রাজ আর পরীমনি। তাদের একমাত্র ছেলে শাহীম মুহাম্মদ রাজ্য'র ছয় মাস পূর্ণ হয়েছে চলতি মাসের ১০ ফেব্রুয়ারি। গেলো বছরের ১০ আগস্ট রাজ-পরীর কোল আলোকিত করে পৃথিবীতে আসে ছোট্ট রাজ্য।

ছেলের বিশেষ দিনটি ঘরোয়া আয়োজনেই উদযাপন করেছেন তার বাবা-মা।

সেই মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র শনিবার রাতে ফেসবুকে পোস্ট করেন পরী। ছবিতে দেখা যায় নানা রঙের ছয়টি কেক সাজিয়ে ছেলেকে নিয়ে বসে আছেন রাজ-পরী।

পোস্টে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে মা পরীমণি লিখেছেন, 'আমাদের ছেলের ছয় মাস পূর্ণ হলো, আলহামদুলিল্লাহ। ছয় মাসের শুভেচ্ছা বাজান'।

পরী,রাজ্য

ঢালিউডের রোমান্টিক এ দম্পতি সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করে ফেলেছিলেন। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাটি আর চামচের ছবি পোস্ট করে পরীমনি লেখেন,'বাজানের মুখে ভাতের আয়োজন'।

এর আগে গেলো বছরের ১২ নভেম্বর ছেলের জন্মের তিন মাস উদযাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন পরী।

তিনি আরও লেখেন, 'রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?' সঙ্গে ইমোজিও জুড়ে দেন। এরপর পরী লেখেন, 'এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে'।

উল্লেখ্য, গেলো বছরের ১৭ অক্টোবর বিয়ে করেন রাজ-পরী। এরপর ১০ জানুয়ারি পরীমনি মা হতে যাওয়া ও তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসে।

এ সম্পর্কিত আরও পড়ুন