আর্কাইভ থেকে বলিউড

বাহুবলীকে ছুঁতে যাচ্ছে পাঠান

বিশ্ব জুড়ে ‘পাঠান’ ঝড় যেন থামতেই চাইছে না। মুক্তির ৩ সপ্তাহ পরেও বক্স অফিস কাঁপাচ্ছে শাহরুখের ছবি। অতীতের সব নজির ভেঙে নয়া রেকর্ড গড়ছে এ ছবি। হাজার কোটির দোড়গোড়ায় দাঁড়িয়ে ‘পাঠান’। ১৭তম দিনে বিশ্বব্যাপী এ ছবির আয় প্রায় ৯০০ কোটি। তবে ‘বাহুবলী’কে ছুঁতে এখনও ১০০ কোটির অঙ্ক পার করতে হবে ‘পাঠান’কে।

হিন্দি চলচ্চিত্র দুনিয়ায় এ মুহূর্তে দ্বিতীয় ব্যবসায়িক ভাবে সফল ছবি হিসাবে জায়গা করেছে ‘পাঠান’। প্রথম স্থানে রয়েছে এসএস রাজামৌলির ‘বাহুবলী ২’। ভারতে এ ছবির হিন্দি ভার্শন ব্যবসা করেছিল ৫১০.৯৯ কোটি টাকার। যদিও সামগ্রিক ভাবে এ ছবি আয় করেছে হাজার কোটিরও বেশি টাকা। আগামী কয়েক দিনেই ‘বাহুবলী ২’ ছবির এই নজির টপকে যেতে পারে ‘পাঠান’।

বাহুবলি,পাঠান

শুক্রবার পর্যন্ত  ভারতে এ ছবির আয়ের সংখ্যাটা ছিল ৫৫৮.৪০ কোটি টাকা। ১৭তম দিনে বিদেশ থেকে এ ছবির আয় ছিল ৩৪২ কোটি। সাকুল্যে ৯০১ কোটি ঘরে তুলেছে এ ছবি। তবে শনিবার এ ছবি প্রায় ১০ কোটি টাকার ব্যবসা করেছে। তৃতীয় সপ্তাহে বৃহস্পতিবার ও বুধবার কালেকশন পড়তির দিকে থাকলেও সপ্তাহান্তে বেড়েছে ছবির আয়। সিনে বিশেষজ্ঞদের মতে খুব শীঘ্রই বাহুবলীকে ছুঁয়ে ফেলবে এ ছবি।

যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের চার নম্বর ছবি ‘পাঠান’। এর আগে প্রযোজনা সংস্থা ‘এক থা টাইগার’, ‘ওয়ার’-এর মতো স্পাই সিনেমা নির্মাণ করেছেন। সেই তালিকায় নতুন সংযোজন ‘পাঠান’। সামনেই ভ্যালেন্টাইন্‌স ডে। প্রেম দিবসের সময় সিনেমা হলে বাড়তি ভিড়ের ছবি চোখে পড়ে। ৩ সপ্তাহ পরও হল কাঁপাচ্ছে শাহরুখের ছবি। এ বার প্রেম দিবসে শাহরুখের ছবির আয় বাড়বে বলেই ধারণা সিনেমার বিশেষজ্ঞদের।

এ সম্পর্কিত আরও পড়ুন