খাটের নিচ থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর মিয়াপাড়া এলাকার একটি বাসার খাটের নিচ থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ওই নারীর নাম- ঝুমা আক্তার (৩৫)।তিনি অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের বড় মেয়ে।
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশ বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.এ. জলিল জানান, ঘরের ভেতর থেকে মরদেহের দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খরব দেয়। পরে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল মৃত আব্দুল আহাদ তালুকদারের টিনের ঘরের একটি খাটের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি কয়েকদিন আগের বলে ধারণা করা হচ্ছে।
এদিকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাসা থেকে নিহতের মা মনোয়ারা বেগম ও ছোট বোন সুমা আক্তারকে (২৭) আটক করা হয়। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।