শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল
১২তম শিরোপা ঘরে তোলার লক্ষ্যে অনূর্ধ্ব ২০ কোপা আমেরিকার শেষ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচটিতে ব্রাজিলের যুবাদের প্রতিপক্ষ উরুগুয়ের।
এস্তাদিও এল ক্যাম্পেইন স্টেডিয়ামে আগামীকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি অনুষ্ঠিত হবার কথা ছিল আজ রোববার (১২ ফেব্রুয়ারি)। কিন্তু তা পরিবর্তন করে নতুন তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ।
এইদিন অনুষ্ঠিত হবে আরও দুইটি ম্যাচ। বাংলাদেশ সময় ৩টায় মুখোমুখি হবে ইকুয়েডর ও প্যারাগুয়ে, একই সময়ে স্বাগতিক কলম্বিয়ার মুখোমুখি হবে ভেনিজুয়েলা।
তবে তিনটি ম্যাচের মধ্যে দর্শকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে ব্রাজিল ও উরুগুয়ে মধ্যকার ম্যাচটি। কেননা, এই ম্যাচর ফলাফলের পর নির্ধারণ হবে কার হাতে উঠবে শিরোপা। নেইমারের উত্তরসূরিদের শিরোপার দাবীদার হতে হলে জয়ের বিকল্প নেই। কারণ ম্যাচ যদি ড্র হয় তাহলে চ্যাম্পিয়ন হবে উরুগুয়ে।
আরও পড়ুনঃ গুরু সাকিবকে বিদায় করে কোয়ালিফায়ারে রংপুরের নুরু
এছাড়া চতুর্থ স্থান নির্ধারণের জন্য ইকুয়েডর বনাম প্যারাগুয়ে এবং ভেনিজুয়েলা বনাম কলম্বিয়ার ম্যাচ দুটিও গুরুত্ব পাচ্ছে। ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ইতোমধ্যে শীর্ষ তিনে তাদের অবস্থান নিশ্চিত করলেও চতুর্থ স্থানের জন্য লড়াই করতে হচ্ছে বাকি তিনটি দলকে। চতুর্থ স্থানে জায়গা পেলে সেই দল আগামী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।