ম্যাশদের হারিয়ে ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্স
বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে ম্যাশের সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে ফাইনালে পা রাখলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১২৫ রান তুলতেই সব কয়টি উইকেট হারিয়ে ফেলে সিলেট। জবাবে মাত্র ১৬.৪ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে কুমিল্লা।
অল্প রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড় তোলেন সুনিল নারাইন। ১৮ বলে ৩৯ করেন এই ক্যারিবিয়ান। এছাড়াও মোসাদ্দেক হোসেন সৈকতের ২৭ বলে ২৭ ও ইংলিশ অলরাউন্ডার মঈন আলির ১৩ বলে ২১ রানের ইনিংসে সহজ জয় পায় কুমিল্লা।
এর আগে, মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস। প্রথমে ব্যাট করতে নেমে সিলেটের সব ব্যাটার এ দিন ছিলেন ব্যর্থ। দলের এমন ব্যাটিং বিপর্যয়ে এ দিন কথা বলেছে কাপ্তান ম্যাশের ব্যাট। দুইটি করে চার-ছক্কায় ১৭ বলে ২৬ করেন তিনি। এছাড়া নাজমুল শান্তর ২৯ বলে ৩৮ ও মুশফিকুর রহিমের ২৯ রান ব্যতীত আর কেউ তেমন রান তুলতে পারেন নি।
আরও পড়ুনঃ শ্রেষ্ঠত্ব বজায় রাখতে আগামীকাল মাঠে নামবে ব্রাজিল
কুমিল্লার হয়ে মুস্তাফিজ, তানভীর ও আন্দ্রে রাসেল নেন ২ টি করে উইকেট।