আর্কাইভ থেকে বাংলাদেশ

জিততে না পেরে প্রতিপক্ষকে কামড়ে দিলেন মরক্কোর বক্সার

ফুটবলে কামড়ের প্রসঙ্গ উঠলেই চলে আসে লুই সুয়ারেজের নাম। কিন্তু উরুগুয়ে তারকা একাই এ দোষে দুষ্ট নন। মাঠে খেলার উত্তেজনায় কামড় দিয়ে বসেন অনেকেই। এবার ফুটবল নয়, টোকিও অলিম্পিকে কামড় কাণ্ডে নাম লিখলেন মরোক্কোর এক অ্যাথলেট।

ছেলেদের বক্সিং বিভাগে কোয়ার্টার ফাইনালে মরক্কোর ইউনেস বাল্লার মুখোমুখি হন নিউজিল্যান্ডের ডেভিড নায়কা। ম্যাচের মধ্যেই নায়কাকে কামড়ে দিলেন ইউনেস। 

প্রথম দুই রাউন্ডে কমনওয়েলথে স্বর্ণজয়ী নায়কার বিপক্ষে প্রতিরোধই গড়ে তুলতে পারেননি ইউনেস বাল্লা। শেষ রাউন্ডে পরাজয়ের শঙ্কায় হঠাৎ করেই প্রতিপক্ষ নায়কার কানে কামড়ে দেন মরোক্কোর এই অ্যাথলেট।  
তবে এ ঘটনার পরও খেলায় মনোসংযোগ নষ্ট হতে দেননি নিউজিল্যান্ডের বক্সার নায়কা। বাল্লাকে ৫-০ ব্যবধানে হারিয়ে ম্যাচ জিতেন কিউই এই তারকা। 

এর আগে ১৯৯৭ সালে কিংবদন্তি বক্সার মাইক টাইসন প্রতিপক্ষ এভান্ডার হোলিফিল্ডকে কামড়ে দেন টাইসন। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন